Header Ads

ফ্রুট ইয়োগার্ট


 ফ্রুট ইয়োগার্ট


উপকরন

টকদইঃ ২৫০ গ্রাম/১ কাপ (পানি ঝরানো)

ক্রিমঃ ১ টিন (ডানো বা নেসলে)

কন্ডেন্সড মিল্ক/মধুঃ টেস্ট অনুযায়ী

কমলার রসঃ  ১/৪ কাপ

ফ্রুট ককটেল বা ফ্রেশ যে কোণ মিস্টি ফলের কিউব ৩ কাপ

নারিকেল কুঁচিঃ ইচ্ছানুযায়ী 


প্রনালি

একটি বাটীতে ক্রিম, পানি ঝরানো টকদই ও কন্ডেন্সড মিল্ক ভাল করে মিশিয়ে নিন। কনডেন্স মিল্ক এভয়েড করতে চাইলে মধু ব্যবহার করতে পারেন। ফল গুলো ছোট করে কেটে সাথে সাথে কমলার রস মাখিয়ে নিন। এবার ক্রিমের মিশ্রণের এর সাথে ফলের কিউব দিয়ে মিশিয়ে নিন। এখন নারিকেল দিয়ে মিশিয়ে ফ্রিজে ৩-৪ ঘন্টা রেখে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.