ইফতারের জন্য শরবত
ইফতারের জন্য শরবত💜💜
রেসিপি সমাহার
"পুদিনা লেবুর শরবত"
উপকরণ :
একটি মিডিয়াম লেবু, তিন টেবিল চামচ পুদিনা পাতা, এক চিমটি লবণ, চার টেবিল চামচ মধু, দুই গ্লাস ঠান্ডা পানি, কয়েক টুকরো বরফ কিউব।
প্রস্তুত প্রণালি :
পুদিনা পাতা পরিষ্কার করে ধুয়ে নিন। লেবুর রস ও অন্যান্য সকল উপকরণ (বরফ ছাড়া) ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করুন। তারপর ছেঁকে নিন। এখন বরফ কিউব দিয়ে ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পুদিনা লেবুর শরবত।
nice
ReplyDeletenice
ReplyDelete