Bandarban News
Bandarban News
বান্দরবানের দুর্গম পাহাড়ি পথে পর্যটকবাহী জিপ গাড়িগুলোর:
বেশির ভাগেরই কোনো ফিটনেস সনদ ও হালনাগাদ কাগজপত্র নেই। স্থানীয় লোকজনের কাছে চাঁদের গাড়ি নামে পরিচিত সরকারি প্রতিষ্ঠানের বাতিল হয়ে যাওয়া ফোর হুইল জিপ গাড়ি দুর্গম বিপৎসংকুল পাহাড়ি পথে চলছে নিবন্ধন ছাড়াই। গত শনিবার জেলার কেওক্রাডং পাহাড়ে দুর্ঘটনাকবলিত গাড়িটিরও নিবন্ধন ছিল না। চালকের ড্রাইভিং লাইসেন্সেরও মেয়াদ ছিল না।
জেলায় দুই ধরনের জিপ পর্যটক পরিবহন করে বলে পরিবহনমালিক ও শ্রমিকেরা জানিয়েছেন। সরকারি সংস্থা থেকে নিলামে কেনা পুরোনো জাপানি জিপগুলোকে বি-সেভেন্টি বলেন চালক-মালিকেরা। এই গাড়িগুলোতে নিলামের লট নম্বর ছাড়া কোনো ধরনের কাগজপত্র থাকে না। নিবন্ধন নেওয়ারও সুযোগ নেই।
good news
ReplyDelete